টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার ১৩ টি স্পটে (টাঙ্গাইল সদর দুটি) ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতি প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন ফরম এসাথে সংযুক্ত করা হয়েছে।
আবেদন দাখিলের শেষ সময় ১৮.০৬.২০২৫ (অফিস চলাকালিন পর্যন্ত)।
আবেদনপত্র ডাউনলোডপূর্বক কম্পিউটার কম্পোজ করে বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল কাগজপত্র স্ক্যান করে নিম্নেবর্ণিত (ই-মেইল: rdctangail@gmal.com এবং adcrtangail@mopa.gov.bd ) ১৮.০৬.২০২৫ (অফিস চলাকালিন সময়ের মধ্যে)মেইল করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS